হবিগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

সরকার আরোপিত লকডাউন অমান্য করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দোকানপাট খোলা রাখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, চলমান লকডাউনে দোকানপাট খোলা রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমীর হামজাসহ এক দল পুলিশ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে। এ সময় সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে উত্তম কুমার দাশ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।