৬ জনের ‘স্বাভাবিক’ মৃত্যুতে এলাকায় আতঙ্ক

সুনামগঞ্জের হাওরাঞ্চল ও সীমান্ত জনপদে একইদিনে নারী-পুরুষসহ ছয়জনের ‘স্বাভাবিক’ মৃত্যু হয়েছে। এতে সে এলাকায় করোনাভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলার বাদাঘাট উত্তর ও বড়দল উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ওই ছয় নারী-পুরুষ সোমবার (৫ জুলাই) দুপুর থেকে রাত ৯টার মধ্যে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (৬ জুলাই) নিহতের পরিবারের সদস্য ও এলাকার বিভিন্ন লোকজন ওই ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য শবদর আলী জানান, বোরোখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে সোমবার সন্ধ্যায় গ্রামের এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আকস্মিক এমন মৃত্যুতে গ্রামের লোকজনের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার মাণিগাঁও গ্রামের নিহত গৃহবধূ ভাসুর ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

তবে ওই গৃহবধূর আকস্মিক মৃত্যুতে সীমান্ত জনপদের গ্রামবাসীর মধ্যেও করোনা আতঙ্ক বিরাজ করছে বলে গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন।

মঙ্গলবার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, ওই দুই ইউনিয়নে একইদিনে ছয়জনের মৃত্যুর বিষয়টি পুলিশকে কেউ অবহিত করেনি।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী জানান, এ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল করোনা পজিটিভ দুইজন মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, একইদিনে ছয় নারী-পুরুষের মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেউ অবহিত করেনি। এরপরও খোঁজ নিয়ে দেখবো কী কারণে তারা মারা গেছেন।