খেলা দেখানোর সময় কিং কোবরার ছোবলে সাপুড়ের মৃত্যু 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিং কোবরা সাপের ছোবলে সুমন মিয়া (৩৭) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাপের খেলা দেখানোর সময় তাকে ছোবল দেয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা।

সুমন মিয়া উপজেলার সদর ইউনিয়নের বিষামনির মাঝের চৌমুহনা এলাকার মৃত বাবুল সাপুড়ের ছেলে এবং জেরিন চা-বাগানের চা-শ্রমিক। 

ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা বলেন, ‘গত বৃহস্পতিবার জেরিন চা-বাগান থেকে একটি কিং কোবরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন সুমন। শনিবার দুপুরে সাপটি নিয়ে এলাকায় খেলা দেখানোর সময় তার ডান হাতের বৃদ্ধাঙুলে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’

ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা আরও বলেন, ‘২০-২৫ বছর ধরে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে আসছিলেন সুমন। তার বাবা বাবুল মিয়াও একজন পেশাদার সাপুড়ে ছিলেন। সাপের খেলা দেখানোর পাশাপাশি জেরিন চা-বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন সুমন। জেরিন চা-বাগানের মাঝের চৌমুহনা এলাকায় শ্রমিক কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’