অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে সড়ক পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদ। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সুনামগঞ্জ সদর, দিরাই ও ছাতক থেকে প্রতিদিন অর্ধশতাধিক আন্তঃজেলা বাস ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, দাউদকান্দি রুটে চলাচল করে। প্রতিটি দূরপাল্লার বাস থেকে সিলেটের কুমারগাঁও ও তেলিরবাজার বাইপাস এলাকায় প্রতিদিন ৫০ টাকা করে তোলে একটি প্রভাবশালী পরিবহন শ্রমিক সংগঠন। এতে বাস চলাচল বন্ধ রেখেছে সুনামগঞ্জের পরিবহন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ বাস মিনিবাস শ্রমিক রোড কমিটির সভাপতি হাজী লায়েক মিয়া বলেন, ‘চাঁদাবাজি বন্ধ হলে দূরপাল্লার রুটে বাস চলাচল করবে।’

সাধারণ সম্পাদক আলীম উদ্দিন বলেন, ‘সিলেটের সড়ক পরিবহন শ্রমিকরা অন্যায়ভাবে সুনামগঞ্জের বাস থেকে চাঁদাবাজি করে।’