সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

সিলেটে এবার এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চৌহাট্টাস্থ সিলেট সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। 

ওই দিন সকালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মহিলা কলেজের টিকাদান কেন্দ্রে সিলেটের ১০-১৫টি কলেজের এইচএসসি পরীক্ষার্থী টিকা নেবেন।

জানা যায়, সিলেট সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে প্রথম দিন বুধবার (১৭ নভেম্বর) টিকা নিয়েছেন কলেজের বিজ্ঞান বিভাগের ৪৫১ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মহিলা কলেজ মানবিক বিভাগের শিক্ষার্থীরা টিকা নেবেন। একই দিন সিলেট সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের ২৮৫ জন পরীক্ষার্থী টিকা নেবেন।

মহিলা কলেজের টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকা গ্রহণের জন্য এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি, জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে পরীক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম পরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ শামীমা আখতার চৌধুরী।

তিনি বলেন, পরীক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য সরকারের এই উদ্যোগের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে সব পরীক্ষার্থী করোনার প্রথম ডোজের টিকা যাতে গ্রহণ করে, সে জন্য অভিভাবকসহ সব পরীক্ষার্থীকে বিশেষভাবে অনুরোধ করছি। আগামীর নিরাপদ জীবনের জন্য এই টিকা নেওয়া জরুরি। পরীক্ষার্থীরা যাতে যথাসময়ের মধ্যে টিকা নেয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।