যাত্রীবাহী চলন্ত ট্রেন হয়ে গেলো ২ ভাগ 

চলন্ত অবস্থায় জয়েন্ট ছিঁড়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যাত্রীবাহী একটি ট্রেন। এতে করে যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের সামনের ভাগ চলে যায় বহুদূর।

সোমবার (৬ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট রেল লাইনের হবিগঞ্জের মাধবপুরে জয়ন্তিকা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনটি বিকালে মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে যাত্রাবিরতি দেয়। এরপর চলার সময়ে হঠাৎ ট্রেনের জয়েন্ট ছিঁড়ে দুই ভাগ হয়ে পড়ে। এ সময় রাস্তার পাশ থেকে লোকজন চিৎকার শুরু করলে চালক বিষয়টি বুঝতে পেরে সামনের অংশ থামান। পরে সন্ধ্যার দিকে পুনরায় মেরামত শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

স্টেশনের পাশের ব্যবসায়ী রহমত আলী বলেন, ‘ট্রেনটি চলার সময় হঠাৎ একটি জয়েন্ট ছিঁড়ে দুই ভাগ হয়ে পড়ে। আমরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করি। অনেকক্ষণ পর সামনের অংশ থামলে প্রায় আড়াই ঘণ্টা পরে সেটি ঠিক করা হয়েছে।’

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাইফুল ইসলাম জানান, মনতলা স্টেশন থেকে যাওয়া মাত্রই ট্রেনের জয়েন্ট ছিঁড়ে দুই ভাগ হয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর চালক বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। পরবর্তী সময়ে আখাউড়া থেকে নতুন জয়েন্ট নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে চলে যায়। কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।