২ কাউন্সিলরের আনা বিরিয়ানি ফিরিয়ে দিলেন শাবির আন্দোলনকারীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থী ও অবরুদ্ধ উপাচার্যের জন্য সোমবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খাবার নিয়ে আসেন সিলেট সিটি করপোরেশনের ৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর। কিন্তু সে খাবার ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।

এ ছাড়াও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোখলিছুর রহমান কামরানকে উপাচার্যের বাসবভনে খাবার নিয়ে ঢুকতে দেননি তারা। দুই কাউন্সিলরের নেওয়া খাবারের মধ্যে ছিল বিরিয়ানি ও পানি।

এ বিষয়ে কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেন, ‘মানবিকতার তাড়নায় আন্দোলনরত শিক্ষার্থী ও বাসায় আটকা পড়া উপাচার্যের জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা সে খাবার ফিরিয়ে দিয়েছে। আমাদের ভিসির বাসায় ঢুকতে দেননি। পরে আমরা সেগুলো গরিবদের মধ্যে বিতরণ করি।’