শাবিতে শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের জালালাবাদ থানায় মাদক আইনে মামলাটি করেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম।

তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। দুপুরে আটক নিরাপত্তারক্ষী জাহিদুর রহমান ও জুমান আহমদকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুজনকেই আসামি করা হয়েছে।’

আটকের পর জাহিদ ফেনসিডিলটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের এক অধ্যাপকের জন্য এনেছেন বলে জানান। এ বিষয়ে ওসি বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, সোমবার রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় জাহিদসহ দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আটকের পর জাহিদ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের এক অধ্যাপকের জন্য তিনি ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। ওই শিক্ষক উপাচার্য ভবনের পাশের গেস্ট হাউজেই অবস্থান করছেন। জাহিদ বলেন, ‘আমাকে ওই স্যার বলেছেন, তিনি অসুস্থ। তার ওষুধ প্রয়োজন। এরপর একজনের নাম আর মোবাইল নম্বর দিয়ে বলেছেন, ওনার কাছ থেকে এটি নিয়ে আসতে।’