মুহিতকে নিয়ে মুক্তাদিরের ফেসবুক স্ট্যাটাস, সিলেটে সমালোচনার ঝড়

সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন। তার মৃত্যুতে যখন সিলেটবাসী শোকে মুহ্যমান তখন সাবেক এই অর্থমন্ত্রীকে নিয়ে শোক প্রকাশ করতে গিয়ে সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খোন্দকার আব্দুল মুক্তাদির। তার এমন স্ট্যাটাসে সিলেট জুড়ে বইছে সমালোচনার ঝড়।

খোন্দকার আব্দুল মুক্তাদির ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জনাব আবুল মাল আব্দুল মুহিত পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। জনাব মুহিত ছিলেন কলেজজীবনে আমার চাচার সহপাঠী। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ভোটারবিহীন জবর-দখলকারী একটি সরকারের অংশ। যে সরকার ইলিয়াস আলীসহ সিলেটের কমপক্ষে চার জন এবং সারাদেশের কয়েকশ’ গুমের জন্য অভিযুক্ত। অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকাকালে তার অনুসৃত ভুল অর্থনৈতিক নীতি এবং একের পর এক দুর্নীতিগ্রস্ত প্রকল্প ও ক্রয় প্রস্তাব পাশের দায় এই জাতিকে পরিশোধ করতে হবে বহু বছর ধরে। তার স্মৃতির সঙ্গে এই পীড়াদায়ক বাস্তবতা জড়িয়ে থাকবে বহুদিন। তার মাগফিরাতের জন্য দোয়া করি।’

মুক্তাদিরের এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল লিখেছেন, ‘মুক্তাদির সাহেব! ভালো পরিবারে জন্ম আপনার। কিন্তু ভাবতে অবাক লাগে, ক্ষমতার লোভ এতটাই যে, একজন মৃত্যুবরণকারী ব্যক্তির ব্যাপারে এমন মন্তব্য! সত্যিই ভাবতে অবাক লাগে, কতটা নিচু মনের মানুষ হলে এমনটা বলা যায়?’

সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর মুক্তাদিরের উদ্দেশে লিখেছেন, ‘আপনি জাস্ট একজন ছোট লোক। ছিঃ।’

জুয়েল মনসুর নামে আরেকজন লিখেছেন, ‘বিএনপি যে মানুষের দল নয়, সেটা আজ  আবার প্রমাণ করলেন।’

আরও খবর: মারা গেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত