মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন কালাছড়া  এলাকায় পানিতে ডুবে নিরালা উড়াং (১১) ও রিসিতা উড়াং(১০)নামে দুই শিশু’র মৃত্যু হয়েছে।

একজন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে অপরজন বাবুল উড়াং এর মেয়ে। দুজনই মৃত্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত (২৪ মে) মঙ্গলবার বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নে সন্ধ্যায় ছড়ার পানি থেকে লাশ উদ্ধার করা হয় তাদের।

স্থানীয় ইউপি সদস্য ধনা বাউড়ী জানান, মৃত্তিঙ্গা চা বাগানের নিরালা উড়াং(১১) ও রিসিতা উড়াং(১০) দুইজন খেলার সঙ্গী। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে কালাছড়া নামক ছড়াতে গোসল করতে যায়। কিন্তু সন্ধ্যার দিকে বাড়িতে না ফেরায় দুই পরিবার খোঁজ করেন। না পেয়ে স্থানীয় চা শ্রমিকদের জানালে সন্ধানে বের হন তারা। একপর্যায়ে ওই এলাকার পানিতে মরদেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে।

কমলগঞ্জ মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালের চিকিৎসক ডা. সাধন বিকাশ চাকমা বলেন, স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে  হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় দুই জনই মৃত। ঘটনাস্থলই তাদের মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন।