হুমকিতে হবিগঞ্জ শহররক্ষা বাঁধ, রাত জেগে পাহারা

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত আড়াইশ গ্রামের লক্ষাধিক মানুষ। পাশাপাশি খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। এ অবস্থায় শহরবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। সেইসঙ্গে রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ জুন) বিকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। এতে শহররক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত চার দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। কালনি-কুশিয়ারা ও ভেড়ামোহনা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। কুশিয়ারা নদীর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরক্তি) মিনহাজ আহমেদ শোভন বলেন, ‘খোয়াই নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আর দুই মিটার বৃদ্ধি পায় তাহলে শহররক্ষা বাঁধ উপচে পানি শহরে প্রবেশ করবে। এ জন্য শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সদরের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বন্যাদুর্গতদের সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে।’