বন্যার্তদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় চাকরি গেলো ৮ জনের

বন্যাদুর্গতদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় হবিগঞ্জ-সিলেট রুটের চার বাসের আট চালক-হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও নয় বাসের চালক-হেলপারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (২০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়। 

জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জ ও হবিগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত শনিবার বন্যাকবলিত মানুষের কাছ থেকে হবিগঞ্জ-সিলেট রুটের নির্ধারিত ১৮০ টাকা ভাড়ার স্থলে সাড়ে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জেলা বাস মালিক সমিতি। তদন্তে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। এ জন্য চার চালক ও চার হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

শঙ্খ শুভ্র রায় বলেন, ‌‌‘বেশি ভাড়া নেওয়ার সত্যতা পাওয়ায় চার বাসের আট জন চালক-হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে তারা ফিরতে পারবেন না। এছাড়া একই অভিযোগে নয় বাসের ১৮ জন চালক-হেলপারের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’