জনতার বাজারের আকর্ষণ ‘রাজাবাবু’, দাম ৬ লাখ

ঈদের একদিন বাকি। এ অবস্থায় হবিগঞ্জের বিভিন্ন পশুর হাট জমে উঠেছে। বেচাকেনাও ভালো। তবে ক্রেতারা বলছেন দাম এবার বেশি। শুক্রবার (৮ জুলাই) জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার জনতার বাজারেও ক্রেতা-বিক্রেতায় জমজমাট অবস্থা দেখা গেছে। হাটে উঠেছে ‘বাহুবলের রাজাবাবু’। মালিক কদ্দুছ মিয়া গরুর দাম চাইছেন ছয় লাখ টাকা।

২৫ মণ ওজনের ‘বাহুবলের রাজাবাবু’-কে দেখতে হাটে ভিড় জমিয়েছেনক্রেতা-দর্শণার্থীরা।  গরুর পাশে দাঁড়িয়ে অনেককে ছবি তুলতেও দেখা গেছে। কদ্দুছ মিয়া বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবা গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতে রেখেই লালন-পালন করেছেন এই গরু।

কদ্দুছ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, “গত ৫ বছর ধরে যত্ন করে বড় করেছি গরুটিকে। এজন্য ভালোবেসে নাম দিয়েছি ‘বাহুবলের রাজাবাবু’। আশা করছি এবারের ঈদে গরুটি বিক্রি করতে পারবো। ‘বাহুবলের রাজাবাবু’র দাম বেশি, তাই সবাই দরদাম করছে। তবে ক্রেতারা দাম অনেক কম বলছেন।” সাড়ে চার লাখ টাকা দাম উঠেছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, সবুজ ঘাস ছাড়াও সময় করে দিতে হয় অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে রাজাবাবুকে। খাবারের তালিকায় রয়েছে কাঁচাঘাস, শুকনো খড়, গমের ভুসি, খেসারির ভুসি, ভুট্টা ভাঙাসহ নানা ধরনের গো-খাদ্য। রাজাবাবুর প্রাকৃতিক খাবারই প্রিয়।