গুলিতে শিশু হত‍্যা: ‘পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন হচ্ছিল এবং সেখানে উত্তেজনা চলছিল। উত্তেজনা সামাল দিতে গিয়ে পুলিশ গুলি করেছে। গুলিবর্ষণে মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়। আমরা তদন্ত করে দেখবো গুলিবর্ষণে পুলিশের কোনও গাফিলতি আছে কি-না? সবকিছু তদন্ত করে দেখার পর নিয়মিত মামলা হবে। পুলিশের কোনও গাফিলতি থাকলে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পাঁচ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত নারী ব‍্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় পুলিশ লাইন্সে নারী পুলিশ ব‍্যারাকের উদ্বোধন শেষে জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  যোগ দেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।