কিল-ঘুষিতে চাচা নিহতের অভিযোগে ২ ভাতিজা আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কিল-ঘুষিতে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামে এই ঘটনা ঘটে।রহমত আলী বীরনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আটককৃতরা হলেন-রহমত আলীর ভাই মগবুল হোসেনের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও নুর হোসেনের ছেলে হোসেন আহমেদ (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির সীমানা নিয়ে রহমত আলীর সঙ্গে কিবরিয়া ও হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে কিল-ঘুষি মারেন কিবরিয়া। এ সময় তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিবরিয়া ও হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।