নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন, প্রশ্ন আফরোজা আব্বাসের

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার যদি দেশে এত উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন। তারা বহু উন্নয়ন করেছে এ কথা সবসময় বলে। দেশের মানুষ জানে তারা কী উন্নয়ন করেছে। ভোট চুরি ও গুম-খুনের উন্নয়ন করেছে এই সরকার।’

শনিবার বিকালে মৌলভীবাজার শহরের একটি হোটেলের কনফারেন্স হলে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা মহিলা দল নেত্রী সুফিয়া রহমান ইতির সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক দিলশাদ পারভীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও মহিলা দলের সিলেট বিভাগী সমন্বয়কারী শাম্মী আক্তার।

সম্মেলনে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন হচ্ছে না। শেখ হাসিনা ইভিএমেও নির্বাচন করতে পারবেন না। সবাই বলে দিয়েছে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আদলেই হবে। যে ট্যাবলেট আমাদের ৯৬ সালে খাইয়েছিল তারা একই ট্যাবলেট আমরা খাওয়াবো ২০২৩ সালে। ইভিএমে কোনও জাতীয় নির্বাচন হবে না। ইভিএম হলো চুরি করে ক্ষমতায় যাওয়ার উপায়।

সম্মেলনে জেলা মহিলা দলের সাবেক কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।

জেলা মহিলা দলের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- সভাপতি ডা. দিলশাদ পারভীন, সিনিয়র সহ-সভাপতি নাসরিন পারভীন, সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার শিল্পী বেগম, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি ও সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর সুফিয়া সুলেমান কলি।