বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিক ও কৃষকের

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি ইউনিয়নে বজ্রাঘাতে কৃষক ও চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কালাপুর ও কালিঘাট ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিঘাট ইউনিয়নের ফুলছড়ার চা বাগানে শ্রমিক নৃপেণ রায় (৪৫) দুপুরে কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

অপরদিকে কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরের কৃষিজমিতে কাজ করছিলেন। দুপুরে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া দুই জনের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।