যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গাছে ধাক্কা দিয়ে যাত্রীবাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম টিপু মিয়া। তিনি দিরাই উপজেলার আলীরগর গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সর্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে যাত্রী নিয়ে একটি বাস দিরাইগামীর দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী টিপু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন। আহত ১০ যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ জিসান রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।