সিলেটে মাছ ধরার বিরোধে প্রাণ গেলো কিশোরের

সিলেটের জকিগঞ্জে মাছ ধরার বিরোধে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মনসুর আহমদ (১৪ নামের) এক কিশোর প্রাণ হারিয়েছে। রবিবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খুন হওয়া মনসুর সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, বাড়ির পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমান (১৫) নামের এক কিশোরের সঙ্গে মনসুরের বিরোধ হয়। এ ঘটনার সূত্র ধরে সন্ধ্যার পরে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের ঝগড়া হয়। একপর্যায়ে আশিকের ছুরিকাঘাতে মনসুর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, বাড়ির পুকুরে মাছ ধরা নিয়ে দিনে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় সন্ধ্যার পর চাচাতো ভাই মনসুরকে আশিকুর রহমান ছুরিকাঘাত করে। এতে মনসুরের মৃত্যু হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।