সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ

সুনামগঞ্জ বসন্ত বরণ
সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণের বটতলায় বসন্ত বরণ উৎসবের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বসন্ত উৎসব

আলোচনা সভায় জেলা প্রসাশক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, অপারেশনাল কমান্ডার মেজর কামরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/বিটি/এএইচ/