পর্যটকদের জন্য সাময়িক বন্ধ বাইক্কা বিল

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল হাইল হাওর পর্যটকদের জন্য আগামী (৩ জানুয়ারি) মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের জন্য গত ২৬ ডিসেম্বর থেকে বাইক্কাবিলে প্রবেশ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। যদিও দর্শনার্থীদের জন্য টানা ৯ দিন প্রবেশ বন্ধ ঘোষণা করা হলেও না জেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত পর্যটক ছুটে যাচ্ছেন বাইক্কাবিল হাইল হাওরের সৌন্দর্য উপভোগ করতে। হাওরে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফিরে আসতে হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটকদের সুবিধার্থে ব্রিজ, ওয়াচ টাওয়ার, বাথরুম ও অ্যাকুরিয়াম সংস্কার করা এবং ছবি গ্যালারির পুরাতন ছবি পরিবর্তন করে নতুন ছবি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে আপাতত পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বাইক্কা বিল হাইল হাওরের সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্নত আলী বলেন, সংস্কার কাজ শেষ হলে বাইক্কাবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। পর্যটকদের কাছে এই হাওরটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সংস্কার কাজ শেষ হলে দর্শনার্থীদের জন্য বাইক্কাবিল উন্মুক্ত করে দেওয়া হবে।