হত্যা-ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে হত্যা ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাকির হোসেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন বিনয় রায় (৪৩)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবিদ হোসেন রিমন (২৪) সামছু মিয়া (৪০)।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী ময়না রায়কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার দায়ে আসামি বিনয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।

২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামি রিমনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের ১৯ মার্চ দোয়ারাবাজার উপজেলার এক তরুণীকে আসামি সামছু ধর্ষণ করেন। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, পৃথক তিনটি মামলায় আদালত তিন আসামিকে সাজা দিয়েছেন।