উদ্ধারের জন্য চিৎকার করতে করতে নদীতে ভেসে যান দুই শিশুসহ এক নারী

সুনামগঞ্জের দুর্গম জনপদ শাল্লা উপজেলায় পায়ে হেঁটে ডুবন্ত সড়ক পাড়ি দিয়ে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় প্রবল স্রোতে পা পিছলে এক নারী ও দুই শিশু নিখোঁজ হয়েছেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব জানান, সোমবার (১৯ জুন) সন্ধ্যায় অজ্ঞাত ওই নারী তিন ও সাড়ে পাঁচ বছরের দুই শিশুসহ বাহাড়া গ্রামের সড়ক দিয়ে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় সড়কের ভাঙা কালভার্টে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। এ সময় ওই নারী এক মোটরসাইকেল চালকের সাহায্য চেয়ে চিৎকার দেন। মোটরসাইকেল চালক ও সেখানে থাকা আরেকজন সাহায্যের জন্য এগিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেননি। ওই দুই প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানালে তারা নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওই নারী বাহাড়া গ্রামের সড়ক দিয়ে হেঁটে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজদের নাম পরিচয় এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।