জাফলং যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত এক, আহত ৪০

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হরিপুর উমনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরিপুর থানার রাসেল আহমদের ছেলে পরশ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে বাসের ৪০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে পর্যটক নিয়ে সিলেটে জাফলংয়ে যাচ্ছিল বাসটি। জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পৌঁছামাত্র পর্যটকবাহী বাসের (ময়মনসিংহ ব ১১-০২৪৩) সঙ্গে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-৫৯৪৮) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, উমনপুরে সড়ক পর্যটকবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।