নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশির জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিউ ইয়র্কের প্রাইমারি ভোটে বাংলাদেশি মনজুর চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসেবে ডিস্ট্রিক্ট ১৩ থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে।

গত ২ এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। এ বছর নিউ ইয়র্ক সিটি থেকে কেবল ডেলিগেট হিসেবে একজন প্রার্থী হয়েছেন। তিনি হচ্ছেন মৌলভীবাজারের মনজুর চৌধুরী। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে তিনি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে ৯ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউ ইয়র্ক স্টেট থেকে বাংলাদেশিদের মধ্যে মনজুর চৌধুরী শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী আগস্ট মাসে ডেমোক্রেটিক কনভেনশন অনুষ্ঠানে প্রথম বাঙালি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউ ইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়দের অন্যতম মনজুর চৌধুরী। তিনি এর আগে নিউ ইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে দুই বার নির্বাচিত হয়েছেন। কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাব নিউভিশন ডেমোক্রেটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন মনজুর। প্রায় দুই যুব ধরে ডেমোক্রেট ক্লাবের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফের প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার সন্তান।

মনজুর চৌধুরী বলেন, নিউ ইয়র্ক স্টেটের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক কনভেনশনাল ডেলিগেট হিসেবে আমাকে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট -১৩ থেকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যারা নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাদের ঋণ শোধ করার মতো নয়। আগস্টে নিউ ইয়র্ক স্টেট থেকে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে আামি প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক কনভেনশনে শিকাগোতে যোগদান করবো। এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয়। আশা করি বিগত দিনের মতো সবাই আমার পাশে থাকবেন।