সিলেটের জকিগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে।
ওহিদ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। সে এবার ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুতের একটি তারে জড়িয়ে পড়ে ওহিদ। এতে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা উদ্ধার করে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’