সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধের পর ফের চালু

তুমুল বৃষ্টিতে সিলেটের আখাউড়া রেল সেকশনের বাড়াউড়া চা বাগান এলাকায় রেল লাইনের নিচের মাটি সরে যাওয়ার কারণে ভোর ৪টা থেকে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ৮টার দিতে তা পুনরায় চালু হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্টেশন মাস্টার জানান, ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে যাওয়াতেই ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারিও বৃষ্টিতে ১৫৭ নম্বর সেতু এলাকায় রেল লাইনের মাটি সরে গিয়ে ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো।
/এমও/এজে/এইচকে/