৩৫ তম বিসিএস’র ফল প্রকাশ, ২ হাজারেরও বেশি ক্যাডার নিয়োগের সুপারিশ

৩৫তম বিসিএস পরীক্ষা৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে এই ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
মোহাম্মদ সাদিক বলেন, ৩৫তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায়  মোট পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে দুই হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ হাজার ৮৮ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

/আরএআর/এইচকে/

আরও পড়ুন: ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ৮৯৮ জনকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ