রুয়েটে খোলা হলো নতুন দুটি বিভাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ এবং ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামে দুইটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুইটির কার্যক্রম শুরু হবে। পুরকৌশল অনুষদের আওতায় ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ এবং যন্ত্রকৌশল অনুষদের আওতায় ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ থাকবে। প্রথম বছর বিভাগ দু’টিতে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তিতে বিভাগ দু’টিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে। এ নিয়ে স্নাতক পর্যায়ে রুয়েটের বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪টিতে।

/এমও/