সরকারের সুবিধাজনক স্থানেই হল চায় জবি কর্তৃপক্ষ

সরকারের সুবিধাজনক যে কোনও স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের জায়গা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন জবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিল্টন বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছে।
জবি কর্তৃপক্ষ পরিত্যক্ত কারাগারে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ করতে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন।
পরে কারাগারটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পরে গত ২ আগস্ট থেকে শিক্ষার্থীরা কারাগারের জায়গা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছেও জায়গাটি চেয়ে আবারও আবেদন জানায়।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জায়গার অভাবে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন বিশেষ করে আবাসন চরম সংকটের মধ্যে আছে। এই সংকট উত্তরণের নিমিত্তে সরকারের সুবিধাজনক স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি জায়গার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’

এছাড়া হাতছাড়া হওয়া জবির স্থাপনা পুনঃউদ্ধার করে মালিকানা স্বত্বসহ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতিও আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রমে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

/আরএআর/এনএস/