এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সাড়ে তিন লাখ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে। এ বছর সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।  ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ নভেম্বর থেকে শুরু হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তার সভাকক্ষে ভর্তি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ,  সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ।

/আরএআর/এনএস/