ঢাবি ও জবির ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাবি-জবিঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। জবি ও ঢাবি থেকে গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আরও ৭৩টি কেন্দ্রে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ওই ইউনিটে ২২৪১ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪,৬০৬ জন।

অন্যদিকে জবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত  ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬৭০টি আসনের বিপরীতে ৩৬,২২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

উভয় বিজ্ঞপ্তিতে বলা হযেছে, কোনও পরীক্ষার্থী পরীক্ষার হলে কোনও  ইলেক্ট্রনিক ডিভাইস (যেমন: ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না।

/আরএআর/এমএনএইচ।