এবারও ভিডিও কনফারেন্সে বিসিএস’র প্রশ্নপত্র নির্ধারণ

.৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার। এই পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে ও স্বচ্ছতা আনতে দ্বিতীয়বারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণ করবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর আগে প্রথমবারের মতো ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ধারিত হয়। 

পিএসসি’র জনসংযোগ অফিস থেকে বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নপত্র সেট নির্ধারণের খবরটি জানায়। পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টায় ৬টি জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে লটারির মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণ করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্নের সেট বেশ কয়েকটা থাকে। সেখান থেকে আগেও লটারি করে আমরা প্রশ্নপত্র নির্ধারণ করেছি। তখন অন্যসব বিভাগের জেলা প্রশাসকদেরকে ফোনে বলে দিতাম অথবা এসএমএস করে জানানো হতো। কিন্তু এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবার সামনেই লটারি হচ্ছে। এতে স্বচ্ছতা বাড়বে।’

এবার বিসিএস পরীক্ষায় ১ হাজার ২২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরীপ্রার্থী। অতএব প্রতি আসনের জন্য লড়বেন ১৯৯ জন। যা পূর্বের পরীক্ষাগুলোর চেয়ে বেশি।

পরীক্ষার বিষয়ে পিএসসি থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার কক্ষে কোনও রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস, হাত ঘড়ি, পকেট ঘড়িও সঙ্গে আনা যাবে না। এসকল বস্তু সঙ্গে পেলে পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা হবে।

/আরএআর/এনএস/