আজ ১১তম জগন্নাথ বিশ্বিবদ্যালয় দিবস

১১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জাবুড়িগঙ্গার পাড় ঘেঁষে পুরান ঢাকায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই শিক্ষা প্রতিষ্ঠানের ১১তম বিশ্ববিদ্যালয় দিবস এবং ১৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তবে ১৫৮ বছর আগে এর যাত্রা শুরু স্কুল হিসেবে।

দিবসটি উদযাপন করতে ক্যাম্পাসে আলোকসজ্জার পাশাপাশি আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এরই মধ্যে শিক্ষার্থীরা দিবসটি উপলক্ষে বিভিন্ন রংয়ের টি-শার্ট তৈরি করেছে। বানিয়েছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুষ্ঠানসূচি মোতাবেক, সকাল ৯টা ১০মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সকাল সাড়ে ৯টায় বের হবে শোভাযাত্রা। এরপর সকাল ১১টায় আছে সংগীতানুষ্ঠান। বেলা ১২টায় আলোচনাসভা হবে। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে হবে ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালা।

এ ছাড়াও বিকাল ৩টায় বিজ্ঞান ভবন চত্বরে হবে কনসার্ট। সেখানে গান গেয়ে শোনাবে ব্যান্ড দল ‘নগর বাউল’ (জেমস)।

/আরএআর/এআরএল/