আদেশে জানানো হয়, অর্থনীতি বিভাগের ২৫ জন, আরবির ছয় জন, ইসলামী শিক্ষায় ছয় জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২২ জন, ইংরেজির ২৩ জন, ইতিহাসের ১০ জন, উদ্ভিদবিদ্যার ১৮ জন, গার্হস্থ্য অর্থনীতির একজন এবং গণিতের ১১ জন, দর্শনের ২৬ জন, পদার্থবিদ্যার ২২ জন, পরিসংখ্যানের তিন জন, প্রাণিবিদ্যার ১৯ জন, বাংলা বিভাগের ৩৮ জন, ব্যবস্থাপনার ১৯ জন, ভূগোলের একজন, মার্কেটিংয়ের একজন, মনোবিজ্ঞানের তিন জন, রসায়নের ১৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজ কল্যাণের ১১ জন, সমাজ বিজ্ঞানের চার জন, সংস্কৃতির দুই জন এবং হিসাববিজ্ঞান বিভাগের দুজনকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়াও, টিচার্স ট্রেনিং কলেজের ইসলামি আদর্শের দুই জন, ইংরেজি বিভাগের দুই জন, ইতিহাসের দুই জন, গণিতের একজন, গ্রন্থাগার বিজ্ঞানের একজন, প্রফেশনাল ইথিক্সের একজন, বাংলা বিভাগের একজন, ভূগোলের একজন, মেন্টাল হাইজিনের একজন, বিজ্ঞানের তিন জন এবং শিক্ষা বিভাগের পাঁচ জনকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়।
/এসএমএ/এমও/