ডিসেম্বরের শুরুতেই সব উপজেলায় বই পৌঁছে দেওয়ার আশ্বাস

এনসিটিবিশিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে এবার কোনও অনিশ্চয়তা থাকছে না বলে জানিয়ে ডিসেম্বরের শুরুতেই সব উপজেলায় পাঠ্যবই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ন্যাশনাল করিকুলাম অ্যান্ড টেক্সবুক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। শুক্রবার বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। 
এ সময় তিনি আরও বলেন, ‘বিগত সময়ে অভিযোগ থাকলেও আগের যে কোনও বারের চেয়ে বইয়ের ছাপার মান ভালো হবে। শুধু তাই নয়, নভেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ৯০ শতাংশ বই পৌঁছে যাবে। বাকি ১০ শতাংশ বই পৌঁছুবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে।’
এনসিটিবি সূত্রে জানা গেছে, শতভাগ বাই ছাপা শেষ হয়েছে। আর ৯০ শতাংশ বই বাঁধাই সম্পন্ন হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই বাকি ১০ শতাংশ বাধাই সম্পন্ন হবে। এ অবস্থায় নভেম্বরেই দেশের প্রতিটি উপজেলায় বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এর আগে বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বইয়ের মান খারাপ হলে বা বেশি ভুল থাকলে ছাড় দেওয়া হবে না।

২০১৭ সালের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারি নতুন বই তুলে দিতে এবার ছাপা হয়েছে প্রায় ৩৬ কোটি পাঠ্যবই। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময়ের প্রায় এক আগেই বই পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি উপজেলায়।

/এসএমএ/এইচকে/