পাঠ্যবইয়ে ভুল: এনসিটিবির সচিব ‘স্ট্যান্ড রিলিজ’ ও গবেষণা কর্মকর্তা বদলি

জাতীয় পাঠ্যপুস্তুক বোর্ড২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি ও অনিয়মের দায়ে জাতীয় পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সচিব ইমরুল হাসানকে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে ‘স্ট্যান্ড রিলিজ’ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে বুধবারের (৫ এপ্রিল) মধ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে যোগদান করতে বলা হয়েছে, অন্যথায় তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
তবে সচিবের ‘স্ট্যান্ড রিলিজ’কে বদলি হিসেবেই দেখছেন এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটাকে স্ট্যান্ড রিলিজ কিভাবে বলবেন? কালই (বুধবার) তাকে যোগদান করতে বলা হয়েছে।’ পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিজামুল করিমকে এনসিটিবি’র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর এক আদেশে একই কারণে এনসিটিবির গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানা লিপিকে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, ইতিহাস বিকৃতি এবং সাম্প্রদায়িকতার অভিযোগ ওঠে। পরে গত জানুয়ারিতে পাঠ্যবইয়ের ভুল-ভ্রান্তি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গত মাসে এনসিটিবির সচিবসহ কয়েকজন কর্মকর্তাকে দায়ী করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছিলো।

/এসএমএ/এমও/