নিজেকে নির্দোষ দাবি ঢাবির শারিরীক শিক্ষা বিভাগের বরখাস্তকৃত পরিচালকের

24

গত ১১ মার্চ খেলাকে কেন্দ্র করে টিএসসিতে গাড়ি ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানের শারিরীক শিক্ষাকেন্দ্রের দুইজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত ৩০ মার্চ বরখাস্তকৃত শিক্ষাকেন্দ্রের পরিচালক মো. শওকতুর রহমান নিজেই বাংলা ট্রিবিউনকে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তার দাবি, সাময়িকভাবে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও অনভিপ্রেত বক্তব্যের দায় দিয়ে অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এ ব্যাপারে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।   

গত বৃহস্পতিবার রাতে ঢাবির সিন্ডিকেটের সভায় শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালকসহ দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই গণমাধ্যমে বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়। আর আর্টিকেলে চৌর্যবৃত্তির অভিযোগে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আ জ ম কুতুবুল ইসলাম নোমানীর পদাবনতি করে সহকারী অধ্যাপকও করা হয়েছে।

জানতে চাইলে সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক একটি অনলাইন পত্রিকায় অধিভুক্ত কলেজগুলো লোগো ও খেলাধুলায় অংশ নিতে পারবে বলে জানিয়ে ভুল করেছেন- কারণ, তিনি বিশ্ববিদ্যালয়ের অথরিটি না। 

এ ঘটনার প্রেক্ষিতেই শওকাতুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, সংবাদটিতে আমার বক্তব্যের খন্ডিত অংশ প্রকাশ করা হয়েছে এবং কলেজগুলোতে চিঠি পাঠানোর বিষয়টিও পরিকল্পনার মধ্যে থাকলেও কোন একটি গোষ্ঠী সেটি নিয়ে রাজনীতি করেছে বিশেষ উদ্দেশ্যে। আমি নিজেই একসময় বুঝতে পারি, স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আমি কেউ না। সে কারণে চিঠি প্রদান করা থেকে বিরত থাকলেও কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে আমাকে কৌশলে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। 

নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবি করে তিনি বলেন, ‘চাকরির মেয়াদ আছে আর মাত্র তিন মাস। মানসিকভাবে আমি বিপর্যস্ত। কি করিনি এই বিশ্ববিদ্যালয়ের জন্য – এমন প্রশ্ন রেখে বলেন, ভিসি মহোদয় আমাকে স্নেহ করেন ও ভালবাসেন।  সাময়িকভাবে ভুল বুঝেছেন। আমি খুব কষ্ট পাচ্ছি। অনেক সময় পেশাগত ভাবে যথাযথ দায়িত্ব পালন প্রসঙ্গে বা করণীয় দিক নিয়ে ভুলও হয়ে যায়। আমার বিশ্বাস তিনি আমাকে সম্মান দিয়ে স্বপদে বহাল করবেন।’

/এমএইচ/