প্রশ্ন ফাঁস রোধে রাজধানীর ৪ কলেজের গাড়ি জব্দ

রাজধানীর চার কলেজঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনতে কালো গ্লাসের গাড়ি ব্যবহার করায় তেজগাঁও মহিলা কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, আলহাজ্ব মকবুল হোসেন কলেজ এবং তেজগাঁও কলেজের চারটি গাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন আনতে এসব কলেজের গাড়ি ঢাকা ট্রেজারিতে গেলে সেগুলো জব্দ করা হয়।
উপ পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় জানান, প্রশ্নপত্র আনা-নেওয়ার কাজে স্বচ্ছ গ্লাসের গাড়ি ব্যবহার করার নির্দেশ থাকলেও চারটি কলেজ কালো গ্লাসের গাড়ি নিয়ে এসেছে। এ কারণে গাড়ি চারটি জব্দ করা হয়েছে।
এর আগে, প্রশ্নপত্র ফাঁস রোধে গত ৬ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কালো গ্লাসের গাড়ি ব্যবহার না করার নির্দেশ দেয়। বিজ্ঞপ্তিতে স্বচ্ছ গ্লাসের গাড়িতে প্রশ্ন আনা-নেওয়ার কথাও বলা হয়।
প্রসঙ্গত, পরীক্ষা শুরুর প্রথম দিনে (২ এপ্রিল) ট্রেজারি থেকে প্রশ্নপত্র নেওয়ার সময় স্মার্ট মোবাইল ফোন কাছে থাকায় ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ এবং টিঅ্যান্ডটি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও মাহাবুবুর রহমানকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোন জব্দ করেন ডেপুটি কন্ট্রোলার অদ্বৈত কুমার রায়। পরে এই ৩ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

/এসএমএ/এমও/