দাবি আদায়ে ঢাবি উপাচার্যকে প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি

প্রগতিশীল ছাত্রজোটঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়াসহ কয়েকটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার(২৫ জুলাই) দুপুরে জোটের সমন্বয়ক জি.এম জিলানী শুভর নেতৃত্বে জোটভুক্ত ছাত্র সংগঠনগুলোর একটি প্রতিনিধিদল ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে স্মারকলিপি দেন।
জোটের দাবিগুলো হচ্ছে— সাত কলেজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, আন্দোলনকারী ১২শ’ শিক্ষার্থীর নামে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া।

প্রগতিশীল ছাত্রজোটের নেতা ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপাচার্য আমাদের দাবি মানার বিষয়ে আশ্বাস দিয়েছেন।’

/এসএমএ/