ঢাবিতে কবি জসীম উদ্‌দীন হল ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কবি জসীম উদ্‌দীন হল ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্‌দীন হলের এক ছাত্রকে স্বর্ণপদক এবং ২০জন ছাত্রকে বৃত্তি প্রদান করা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানট্রাস্ট ফান্ড গঠনে বৃহস্পতিবার (৩ আগস্ট) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ৩০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষকে ধন্যবাদ জানান। এই ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত ও অনুপ্রাণিত হবে, বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এমও/