পরীক্ষার ৭ বছর পর ফল ঘোষণা

full_1877272535_1443588076সাত বছর আগের ঘটনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ উপজেলা শিক্ষা অফিসারের শূন্য পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২৫ জুন। এত বছর পর এসে প্রকাশিত হলো এর ফল। এতে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হলেন সাত জন।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে বুধবার (২৩ আগস্ট) এ ফল প্রকাশিত হয়েছে। এর নোটিশে বলা হয়েছে— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ উপজেলা শিক্ষা অফিসারের শূন্য পদের জন্য ২০০৮ সালের ৫ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি। এখান থেকে সাত জন উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য।
এ প্রসঙ্গে জানতে ফোন করা হলে পিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পর এতদিন এ নিয়ে মামলা চলছিল। মামলার নিষ্পত্তি না হলে তো আর ফল দেওয়া যায় না। তাই মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ফল ঘোষণা করেছি।’