১৫ ঘণ্টা অবস্থানের পর সাময়িক বিরতিতে ওয়ালিদ আশরাফ

ঢাবির ভিসি চত্বরে ওয়ালিদ আশরাফডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি চত্বরে টানা ১৫ ঘণ্টা অবস্থান নেওয়ার পর ঢাবি শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ সাময়িক বিরতিতে গেছেন। এর আগে বুধবার (৩ জানুয়ারি) রাত ১০টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ভিসি চত্বরের পাদদেশে টানা প্রায় ১৫ ঘণ্টা ধরে অবস্থান নেন তিনি।
জানা যায়, গণসংযোগ কর্মসূচি ও ডাকসু নির্বাচনে সমর্থনকারী সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহের জন্য তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন৷
এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমি কর্মসূচি চালিয়ে যাবো৷ এখন লাইব্রেরিতে গিয়ে একটু লেখা-লেখি করবো৷ এটাও আমার কর্মসূচির অংশ৷ আবার রাত ৯টায় এখানে ( ভিসি চত্বর ) আসবো৷ তবে আমার পরিকল্পনা আছে পরবর্তীতে পুরো সময় ধরে কর্মসূচি চালিয়ে যাবো৷’
আশরাফের ফের অবস্থানের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যস্ত আছি বলে ফোনের লাইন কেটে দেন৷