এইচএসসি’তে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আনা হচ্ছে দুই পরিবর্তন

আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুটি পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এইচএসসি পরীক্ষা (ফাইল ছবি)প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুই সেট প্রশ্নপত্র ছাপা হতো, যাতে একটি ফাঁস হলে আরেকটি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায়। রবিবার বৈঠকে তিন থেকে চার সেট প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মো. সোহরাব হোসাইন বলেন, ‘বিগত বছরের চাইতে এবার এইচএসসি পরীক্ষায় প্রশ্নের সেট বাড়ানো হবে। যাতে কোনও একটি সেট ফাঁস হলে সহজেই তা বাতিল করে অন্য সেটে পরীক্ষা নেওয়া সম্ভব হয়।’

দ্বিতীয় পরিবর্তন সম্পর্কে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছর প্রশ্নপত্রের একটি প্যাকেট করা হতো। এবার দুটি প্যাকেট করা হবে। এখন সিলগালা প্যাকেটের ওপর আরেকটি প্যাকেট থাকবে। এ বিষয়ে সচিব বলেন, ‘প্রশ্নপত্র বিতরণের সময় ডাবল প্যাকেট তৈরি করা হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের আগে কেউ প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেললে যাতে তা সহজেই শনাক্ত করা যায়।’

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী এইচএসসি পরীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মো. সোহরাব হোসাইন। এরপর গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘এইচএসসি পরীক্ষায় পরিবর্তন আনা হবে। আর ২০১৯ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।’

সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস হয়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নানা উদ্যোগ নিলেও ব্যর্থ হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবিও ওঠে। এ পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে রবিবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা ডাকা হয়। সভায় পরীক্ষার ক্ষেত্রে দুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অভিভাবকদের সচেতন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষা শুরুর আগে দেশের সব কলেজের অভিভাবক-শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কী কী করণীয় সেসব বিষয় নিয়ে কলেজে বিতর্ক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমাদের চরম বিপাকে পড়তে হয়েছে। এতে পাবলিক পরীক্ষা আয়োজন নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এইচএসসি পরীক্ষায় বেশ কয়েকটি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। এবার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে পরীক্ষার আগে দেশের প্রতিটি কলেজে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে প্রতিটি কলেজে এ বিতর্ক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।’