২০ জুলাইয়ের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম শিক্ষকদের

জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের সংবাদ সম্মেলনচাকরি জাতীয়করণের জন্য আগামী ২০ জুলাই পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন শিক্ষকরা। এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি না মেনে নিলে ২২ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন তারা, ২৯ জুলাই রাজধানী ঢাকায় করবেন পালন করবেন মহাবস্থান কর্মসূচি।
মঙ্গলবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে তাদের চলমান কর্মসূচির ধারাবাহিকতায় এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তারা।
কর্মসূচি ঘোষণার সময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, ‘মার্চ মাসের বেতনের সঙ্গে বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি যোগ করা না হলে আগামী ১৪ এপ্রিল দেশের সব উপজেলায় এবং ১৮ এপ্রিল প্রতিটি জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আর চাকরি জাতীয়করণের জন্য অগামী ২০ জুলাই পর্যন্ত আমরা সরকারকে সময় দিলাম। এই সময়ের মধ্যে চাকরি জাতীয়করণ না হলে আমরা দলমত নির্বিশেষে ২২ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করব এবং ২৯ জুলাই ঢাকায় মহাবস্থান নেবো।’
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আরও বলেন, ‘দেশের শিক্ষক সমাজ আজ চরমভাবে অবহেলিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলের ক্রীড়ানকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না। শিক্ষকদের চাকরির কোনও নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই বললেই চলে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণই এই পরিস্থিতির একমাত্র সমাধান।’
সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মোট ১৮টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
কর্মকর্তার উদাসীনতায় এমপিও হাতছাড়া হতে যাচ্ছে দেড় হাজার শিক্ষকের