ভারতের দেওবন্দে পড়ার সুযোগ চেয়ে কওমি শিক্ষার্থীদের মানববন্ধন

ভারতের দেওবন্দে পড়ার সুযোগ চেয়ে কওমি শিক্ষার্থীদের মানববন্ধনভারতের দারুল উলুম দেওবন্দ পড়ার সুযোগের  দাবিতে মানববন্ধন করেছে কওমি ছাত্র শিক্ষক পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের মানববন্ধন করে সংগঠনটি। দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ভারতে দারুল উলুম দেওবন্দ পড়ার সুযোগ সৃষ্টির দাবিতে ২৭ মে  প্রধানমন্ত্রী ও ভারতীয় দূতাবাসে  স্মারকলিপি দেবে সংগঠনটি।

সংগঠনের মুখপাত্র মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ‘শিক্ষা হলো সারা পৃথিবীর একমাত্র পাওয়ার। শিক্ষা ছাড়া মানুষ নিজেকে বিকশিত করতে পারে না। কিন্তু কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা রাষ্ট্রীয় সীমানা প্রাচীরে আটকে আছে। এ অযৌক্তিক বাধা তুলে দিয়ে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যেকোনও রাষ্ট্রে পড়ার সুযোগ দিতে হবে। আমরা ২৫ লাখ কওমি ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দাবি  দারুল উলুম দেওবন্দে পড়ার বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সিদ্ধান্ত নেওয়া হোক। একইসঙ্গে যারা দেওবন্দে পড়তে যাচ্ছেন, তারা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক মাওলানা মামুনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কওমি মাদ্রসার সনদকে মাস্টার্সের সমমানের  স্বীকৃতি দিয়েছেন। যে কওমি মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দকে আদর্শ মেনে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নানা আইনি জটিলতায় দেওবন্দ মাদ্রাসায় বাংলাদেশ থেকে পড়তে যাওয়ার সুযোগ নেই। সরকার দেওবন্দের আদলে কওমি সনদের  স্বীকৃতি দিয়েছে। তাই কওমি  ছাত্র-শিক্ষকদের প্রাণের দাবি মেনে নিয়ে দারুল উলুম দেওবন্দে পড়ার সুযোগ তৈরি করে দেবেন বলে আমরা আশা প্রকাশ করছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন  মুফতি হাসান জামীল, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা শেখ লোকমান হোসেন, মুফতি  এনায়েতুল্লাহ, মাওলানা জুনায়েদ গোলজার, মুফতি  ইমরানুল বারী, মুফতি  শামসুদ্দোহা আশরাফী, মুফতি  রিজওয়ান, মাওলানা এহসানুল হক প্রমুখ।