ঢাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

 

ঢাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক পুলিশের দ্বারা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তারা। বুধবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করা হয় ।





মানববন্ধনের সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মীর আরশাদুল হক। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ।
গীতি আরা নাসরীন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী ইতিহাসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যের সংগ্রাম জড়িত। ক্যাম্পাসে কিছু গুরুত্বপূর্ণ স্থাপণার মাধ্যমে সেইসব সংগ্রাম,ইতিহাসের কথা স্মরণীয় করে রাখা হয়েছে। কিন্তু আজকে সেসব স্থাপনাতে শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের অভিভাবক। কিন্তু আজ শিক্ষার্থীসহ আমরা কেউ নিরাপদে নেই ।’

ঢাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন তারা কোথায়? আমরা জানি না। অনেক অভিভাবক এসে বলছেন, তারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না। কারও সন্তান নিখোঁজের কথা আর যেন আমাদের শুনতে না হয় সেজন্য প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহদী। তিনি বলেন, ‘আমরা এরকম মানববন্ধন অনেক করেছি। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইকও দেওয়া যাচ্ছে না। সব জায়গাতে হস্তক্ষেপ করা হচ্ছে।’
মানবব্ন্ধনে আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী আনিস, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ‍রুশদ ফরিদিসহ আরও অনেকে ।
মানববন্ধনে শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বরপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।