শূন্য পাসের অজুহাতে মাদ্রাসা বন্ধ অযৌক্তিক: খেলাফত মজলিস

খেলাফত মজলিসপাবলিক পরীক্ষায় পাস না করাসহ বিভিন্ন অজুহাতে ২০২টি মাদ্রাসা বন্ধ করাকে অযৌক্তিক মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (৫ জুলাই) দলটির আমির হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাবলিক পরীক্ষায় পাস না করাসহ বিভিন্ন অজুহাতে ২০২টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ইসলামী শিক্ষা বন্ধ করার গভীর ষড়যন্ত্রের অংশ। এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও সরকারি স্বীকৃতি বাতিল হতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত হতে পারে না। অনেক মাদ্রাসা রয়েছে সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আগে থেকে প্রতিষ্ঠিত।’
খেলাফত মজলিসের নেতারা আরও বলেছেন, ‘মাদ্রাসাগুলো যেসব কারণে বন্ধ হয়েছে, সেই একই নিয়মকানুন পালন না করে বহু স্কুল চলছে। কিন্তু সেগুলো বন্ধ করা হয়নি। দেশকে ইসলাম শূন্য করার জন্যই এমন বৈষম্য। সুতরাং বন্ধ হওয়া এসব মাদ্রাসায় ছাত্রছাত্রীরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’