ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু

43951754_114433126100541_6119606275358588928_nঢাকায় শুরু হলো দুই দিনের চতুর্থ আন্তর্জাতিক শিক্ষা মেলা। এর আয়োজক ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফএসিডি-সিএবি)। শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই আয়োজনের উদ্বোধন হয়। এ সময় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এই আয়োজনে সঠিক নির্দেশনা পাবেন বলে জানান আয়োজকরা।

এবারের শিক্ষা মেলায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সহজে বিভিন্ন দেশে শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক তথ্য পাবে। এর মধ্যে রয়েছে বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য, স্পট অ্যাডমিশন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দের প্রতিষ্ঠান ও বিষয় নির্বাচন, স্কলারশিপের সুযোগ সম্পর্কে তথ্য ও ভিসা প্রসেসিংয়ের যাবতীয় তথ্য।

দেশের অন্যতম বৃহৎ এই শিক্ষা মেলায় ৪০টির বেশি স্বনামধন্য কাউন্সেলিং প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রবিবার (১৪ অক্টোবর) মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

43952965_2097999740463142_5912037326350974976_nএফএসিডি-সিএবি প্রতি বছর দু’বার শিক্ষা মেলার আয়োজন করে থাকে। এবারের মেলার পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ।