নতুন এমপিওভুক্ত ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়

নতুন করে এমপিওভুক্ত হয়েছে ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ অক্টোবর) দুপুরে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসাসহ সব স্তরের এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিওভুক্তির ঘোষণা দেন। বিকালে তালিকা প্রকাশ করা হয়।




নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন স্কুল ও কলেজ রয়েছে ১ হাজার ৬৫১টি। এরমধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১০৮টি। মাধ্যমিক স্তরের ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক স্তর (স্কুল অ্যান্ড কলেজ ৬৮টি), কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন রয়েছে ১ হাজার ৭৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে দাখিল মাদ্রাসা ৩৫৭টি, আলিম স্তর ১২৮টি, ফাজিল স্তর ৪২টি, কামিল স্তর ২৯টি, এইচএসসি (বিএম) স্তর ২৮৩টি, কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান ৬২টি, এসএসসি ভোকেশনাল ১৭৫টি স্তরের তালিকা প্রকাশ করা হয়।
নতুন এমপিও হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।





এইচএসসি ভোকেশনাল ২৮৩

২৮৩ বিএম কলেজ

এসএসসি ভোকেশনাল ১৭৫টি

দাখিল মাদ্রাসা ৩৫৭টি

২৯ কামিল মাদ্রাসা

৯৯৪ স্কুল

৬২ কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান

৫৬ কলেজ